Logo
Logo
×

সারাদেশ

রাঙ্গুনিয়ায় এসে ছিনতাইয়ের শিকার পুলিশ কর্মকর্তা, গ্রেফতার এক

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০ পিএম

রাঙ্গুনিয়ায় এসে ছিনতাইয়ের শিকার পুলিশ কর্মকর্তা, গ্রেফতার এক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন পুলিশের সাবেক এক উপপরিদর্শক। উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পাগলা মামা মাজারের কাছে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ভুক্তভোগী সাবেক পুলিশ কর্মকর্তার নাম আনোয়ার হোসেন (৫২)। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর ইউনিয়নের বড়কবুর্তখালী গ্রামের মৃত কদম আলী জমাদারের ছেলে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির নাম নুরুল আলম ওরফে বাচা ওরফে আবদুর রহিম ওরফে বাঘাইয়্যা (৪০)। তিনি মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পূর্ব সৈয়দবাড়ি গ্রামের আলী হোসেন প্রকাশ সোনা মিয়ার ছেলে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী, মামলার এজাহার সূত্র ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রাতে মোটরসাইকেল করে হাটহাজারী থেকে ভাগিনাসহ রাঙ্গুনিয়ার লিচুবাগান আসেন আনোয়ার। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাগিনাকে দোকানে বসিয়ে মরিয়মনগরের পাগলা মামার মাজারসংলগ্ন কবরস্থানের পাশে এলে ৩-৪ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে। 

পরে নগদ ৩২ হাজার টাকাসহ একটি মানিব্যাগ, মোবাইল এবং ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেলসহ (ঢাকা মেট্রো-ল ৫০-৪৮৮২) গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইকারীর আঘাতে সে অজ্ঞান হয়ে সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। এ ঘটনায় থানায় মামলা করার ৩-৪ ঘণ্টার মধ্যেই তদন্ত করে বাঘাইয়্যাকে চিহ্নিত করে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, তিনি পুলিশে দীর্ঘ ২৮ বছর চাকরি করে স্বেচ্ছায় অবসর নিয়েছেন৷ সর্বশেষ ২০২১ সাল পর্যন্ত চৌদ্দগ্রাম থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। ছেলের মোটরসাইকেলযোগে ভাগিনাসহ রাঙ্গুনিয়ায় বেড়াতে এসেছিলেন তিনি। মরিয়মনগর ইউনিয়নে ভাগিনার পূর্ব পরিচিত ব্যক্তির বাসায় বেড়াতে যাওয়ার সময় এই ছিনতাইয়ের কবলে পড়েন তিনি।

রাঙ্গুনিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার বলেন, গ্রেফতার বাঘাইয়্যার বিরুদ্ধে ইতোপূর্বে মারামারি, চুরি, ভাঙচুর ও বিস্ফোরক আইনে পৃথক চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম