Logo
Logo
×

সারাদেশ

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা, হাবিপ্রবির ৪ কর্মকর্তাকে আদালতে সোপর্দ

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা, হাবিপ্রবির ৪ কর্মকর্তাকে আদালতে সোপর্দ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চার কর্মকর্তাকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- হাবিপ্রবির ফিল্ড এক্সটেনশন অফিসার (ফিশারিজ) রাব্বি শেখ, সেকশন অফিসার ইলিয়াস দেওয়ান, প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম সিকদার এবং ফিল্ড এক্সটেনশন অফিসার শেখ শাহ আসাদুল্লাহ সালেহীন সৌরভ। তারা প্রত্যেকেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিগত কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং ২০১৪ সালের শুরুর দিকে তারা নিয়োগপ্রাপ্ত হয়ে হাবিপ্রবিতে যোগদান করেন।

এর আগে গত সোমবার ওই চার কর্মকর্তাকে কর্মস্থল হতে বের করে পুলিশের হাতে তুলে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।

বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহবায়ক তোফাজ্জল হোসেন বলেন, যোগ্যতা না থাকা সত্ত্বেও বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হয়ে তারা বিভিন্ন পদে চাকরি নিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বিভিন্ন সময়ে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে আসতে নিষেধ করেছেন কিন্তু তারপরও তারা অফিসে আসছিলেন।

সোমবার সাধারণ শিক্ষার্থীরা তাদের সম্মানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে নিয়ে গিয়ে পুলিশ সদস্যদের হাতে তুলে দিয়েছেন।

এদিকে কোতোয়ালি থানার ওসি মো. মতিউর রহমান জানান, আটক ৪ জনই হাবিপ্রবি শাখার সাবেক ছাত্রলীগ নেতা। আটক ওই চারজনকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ অক্টোবর দিনাজপুর ট্রাক টার্মিনাল চত্বরে বিএনপির মহাসমাবেশে যোগদানের সময় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম