Logo
Logo
×

সারাদেশ

নেত্রকোনায় মামুন হত্যা: আটজনের যাবজ্জীবন কারাদণ্ড

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ পিএম

নেত্রকোনায় মামুন হত্যা: আটজনের যাবজ্জীবন কারাদণ্ড

নেত্রকোনায় মামুন হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। 

মামলার সূত্রে জানা গেছে, নিহত মামুন মিয়ার স্ত্রী পারভীন আক্তারের সাথে আসামি আশিক মিয়ার অবৈধ সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদরের দরুনবালী গ্রামে ২০১৯ সালে ১৮ সেপ্টেম্বর রাতে মামুন মিয়া রাতের খাবার শেষে পাশের চায়ের দোকানে আড্ডা দিতে গেলে আর বাড়ি ফিরে আসেনি। পরদিন গ্রামের এক পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় ২০ সেপ্টেম্বর নিহতের মা ফাতেমা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। 

পরে পুলিশ ঘটনাস্থল থেকে পাওয়া আলামতের ভিত্তিতে হুমায়ুন কবির নামে একজনকে আটক করে। তিনি পুলিশের কাছে শ্বাসরোধ করে হত্যার দায় স্বীকার করেন। তাদের তথ্যের ভিত্তিতে আরও সাতজনকে শনাক্ত করে পুলিশ। 

এ ঘটনায় আসামিদের পক্ষে রাষ্ট্রের আনা দণ্ডবিধি ৩০২ ও ৩৪ ধারা সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত। 

নেত্রকোনা জেলা জজ আদালতের পিপি মো. আবুল হাশেম মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম