Logo
Logo
×

সারাদেশ

নোমানের মৃত্যুতে নগর বিএনপির তিন দিনের শোক কর্মসূচি গ্রহণ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২ পিএম

নোমানের মৃত্যুতে নগর বিএনপির তিন দিনের শোক কর্মসূচি গ্রহণ

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আর নেই। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭৯ বছর বয়সি এই রাজনীতিবিদের মৃত্যুকালে তিনি তার সহধর্মিণী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বিকালে চট্টগ্রামে উত্তর জেলা বিএনপির একটি সভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য রাখার কথা ছিল।

এদিকে আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার এই মৃত্যুতে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয় বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরুল যুগান্তরকে বলেছেন, মঙ্গলবার বাদে জোহর ঢাকার ধানমন্ডি ঈদগাহ মসজিদে মরহুমের প্রথম জানাজা, দুপুর আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা এবং নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বাদআসর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আগামী শুক্রবার বাদজুমা নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ও বাদআসর রাউজান উপজেলার গহিরা হাইস্কুল মাঠে জানাজা শেষে রাউজানের গহিরা পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

মঙ্গলবার তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। মৃত্যুর পর এ সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়া বর্ষীয়ান নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে তিন দিনব্যাপী শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের  যুগ্ম সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা।

আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

শোক জানিয়েছেন যারা: আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া পৃথক শোকবার্তায় চট্টগ্রামের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল- চট্টগ্রাম মহানগর, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল- চট্টগ্রাম বিভাগ, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল-এলডিপি চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ), আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাসহ (সিজেকেএস) বিভিন্ন রাজনৈতিক, সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম