Logo
Logo
×

সারাদেশ

লোহাগাড়ায় চেয়ারম্যানের সামনে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন

Icon

লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৮ পিএম

লোহাগাড়ায় চেয়ারম্যানের সামনে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন

চট্টগ্রামের লোহাগাড়ায় জমির বিরোধের জেরে পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিয়াকত আলী চৌধুরীর উপস্থিতিতে ভাতিজা মুজিবুর রহমানের লাঠির আঘাতে আপন চাচা মাহমুদুল হকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে লোহাগাড়ার পদুয়া আলী সিকদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত মাহমুদুল হক (৬৫) ওই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। 

এ ঘটনা নিশ্চিত করেন স্থানীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিয়াকত আলী চৌধুরী।

তিনি বলেন, আমার সামেনেই ঘটনাটি ঘটে। মাহমুদুলকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ঘটনার পরপরই ঘাতক মুজিব ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়রা জানান, মুজিব কৃষিজমি ভরাট করে শ্রমিক দিয়ে ঘর তৈরি করছিল। ওই সময় স্থানীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিয়াকত আলীকে নিয়ে হাজির হন বৃদ্ধ মাহমুদুল হক। চেয়ারম্যান মহোদয় কাজ বন্ধ রেখে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে যোগাযোগ করার তাগাদা দিয়ে ফেরার পথে চাচাকে লাঠির আঘাত করেন মুজিব ও তার সঙ্গীরা। এতে মৃত্যুর কোলে ঢলে পড়েন চাচা।

নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, গত ৩-৪ বছর ধরে জায়গা জমির বিরোধ চলছে। ঘটনার দিন ভাসুরের ছেলে মুজিব জোরপূর্বক ফসলি জমিতে মাটি ভরাট করে ঘর তৈরি করছিল। চেয়ারম্যানকে নিয়ে আমার স্বামী ঘটনাস্থলে গেলে ভ্রাতুষ্পুত্র মুজিব পেছন দিক থেকে পিঠে লাঠির আঘাত করলে মাটিতে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করি। পুলিশের একটি টিম লাশের সুরতহাল শেষ করেন। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম