
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পিএম
বগুড়া সদর শ্রমিক লীগ সভাপতি টুকু গ্রেফতার

বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৫ পিএম

বগুড়ায় শ্রমিক লীগ নেতা মতিউর রহমান টুকুকে (৬৫) গ্রেফতার করা হয়েছে। সদর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে শহরের বাদুড়তলা তিব্বতের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। বিকালে সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন এ তথ্য দিয়েছেন।
পুলিশ জানায়, গ্রেফতার মতিউর রহমান টুকু বগুড়ার শাজাহানপুর উপজেলার বিহিগ্রাম এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। তিনি বর্তমানে পরিবার নিয়ে শহরের নামাজগড় ক্রস লেন এলাকায় বসবাস করেন। টুকু জেলা আওয়ামী শ্রমিক লীগের সদস্য ও শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি। গত বছর জুলাই মাসে শহরের টেম্পল রোডে বগুড়া জেলা শ্রমিক দলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়।
এ মামলায় মঙ্গলবার বেলা ২টার দিকে শহরের বাদুড়তলা তিব্বতের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার ওসি জানান, এ মামলা ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।