Logo
Logo
×

সারাদেশ

দেশ ও জনগণের স্বার্থে যুগান্তর অদম্য সাহসী

Icon

পাহাড়তলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২২ পিএম

দেশ ও জনগণের স্বার্থে যুগান্তর অদম্য সাহসী

বর্ণাঢ্য আয়োজনে নতুন পানিতে সফর এবার- স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের পাহাড়তলীতে উদযাপিত হলো যুগান্তরের রজতজয়ন্তী। মঙ্গলবার চট্টগ্রামের অলংকারস্থ অভিজাত আলিফ মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। 

দৈনিক যুগান্তর পাহাড়তলি (চট্টগ্রাম) প্রতিনিধি নুরুল কবির দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইটিভির চট্টগ্রাম ব্যুরোপ্রধান মো. নুরুল কবির।

সাংবাদিক মেজবাহ উদ্দিন খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলম মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ, টিআই প্রশাসন আরিফুল ইসলাম, টিআই আছাদ, টিআই জহির, টিআই মোশাররফ। সাংবাদিক রতন দাশ, নাছির উদ্দিন লিটন, নবী, তুহিন রহমান।

আরও উপস্থিত ছিলেন- আবু শহীদ, পলাশ চৌধুরী, কামাল উদ্দিন পারভেজ, তৈমুর হোসেন মানিক ছাড়াও দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা।

এ সময় প্রধান অতিথি নুরুল কবির বলেন, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সৃষ্টি করেছিলেন সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তর।

প্রধান আলোচক মনজুরুল আলম মঞ্জু বলেন, সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত যে দৈনিক যুগান্তর তা এখন সাধারণ মানুষের কথা বলে। দেশ ও জনগণের স্বার্থে থেকেছে অদম্য সাহসী অবিচল নির্ভীক।

ওসি বাবুল আজাদ বলেন, যেখানে সাধারণ মানুষের সম্পৃক্ততা রয়েছে সেখানে যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে যুগান্তর। ফলে দৈনিক যুগান্তরের যেমন গ্রহণযোগ্যতা বেড়েছে, তেমনি সবার কাছে পত্রিকাটি অত্যন্ত গুরুত্ব পেয়েছে।

দেশের স্বার্থে যুগান্তর মানবিক ভূমিকা পালন করে আসছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মিলাদ শেষে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়। যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম ও দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাইয়ের সুস্বাস্থ্য কামনায় মোনাজাত করা হয়েছে।

এছাড়া কেক কেটে ফুলের শুভেচ্ছা বিনিময় শেষে শিশুদের মাঝে পবিত্র কুরআন শরিফ উপহার দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম