
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পিএম
শ্বশুরবাড়ি থেকে জনতার হাতে কালাই ছাত্রলীগের আহ্বায়ক আটক

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৫ পিএম

আরও পড়ুন
জয়পুরহাটের কালাই উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহ্বায়ক কালাই পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল ইসলাম তৌহিদকে (৩৮) আটক করেছেন স্থানীয় জনতা। সোমবার রাত ১০টার দিকে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দা ও কালাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহ্বায়ক পৌরসভার পূর্বপাড়ার মোহাম্মদ মোতালেবের ছেলে দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিকুল ইসলাম তৌহিদ গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। সোমবার রাত ১০টার দিকে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের তার শ্বশুরবাড়িতে উপস্থিতি টের পান গ্রামবাসী। পরে গ্রামবাসী তার শ্বশুরবাড়ি ঘেরাও করে আটক করে পুলিশকে সংবাদ দেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পায়। পরে তৌফিকুল ইসলাম তৌহিদকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে ভর্তি করায়।
কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে আটকের সংবাদ পেলে দ্রুত সেখানে উপস্থিত হন। সেখানে তিনি মারধরের শিকার হন। পরে স্থানীয়রাই তাকে সদর হাসপাতালে ভর্তি করানোর জন্য জয়পুরহাটে নিয়ে যান। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় এবং ডিবিতে মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম জানান, তৌফিকুল ইসলাম তৌহিদের নামে সদর থানায় ও ডিবির কাছে পৃথক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা সংস্থা ডিবির ওসি মো. আসাদুজ্জামান জানান, তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।