Logo
Logo
×

সারাদেশ

বাথরুমে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, যুবককে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম

বাথরুমে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, যুবককে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

কৌশলে বাথরুমে নিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর পাঠাত্তা গ্রামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত ওই যুবকের নাম মো. শিমুল (২০)। তিনি পাবনা জেলার ঈশ্বরদী গ্রামের মো. শরীফ মিয়ার ছেলে। তিনি উপজেলার কাঁচপুর পাঠাত্তা এলাকায় একজনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা গ্রামে শিশুটি তার পরিবারের সঙ্গে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। শিমুল পাঠাত্তা এলাকায় একটি রিকশা গ্যারেজে কাজ করার সুবাদে একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। সোমবার কাজে যাওয়া সময় শিমুল কৌশলে শিশুটিকে বাথরুমের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে শিমুলকে রাত সাড়ে ৯টার দিকে আটক করে গণধোলাই দেন। এ সময় শিমুল এলাকাবাসীর কাছে ধর্ষণের কথা স্বীকার করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটিতে দেখা যায়, শিমুল এলাকাবাসীর কাছে বলছেন- বাথরুমে নিয়ে গিয়ে সে শিশুটিকে ধর্ষণ করেছে। আজই প্রথম সে এই কাজ করেছে। আর জীবনে এমন কাজ করবে না। আমাকে মাফ করে দেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত শিমুলকে গ্রেফতার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম