Logo
Logo
×

সারাদেশ

চাঁদপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৬ পিএম

চাঁদপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে সবুজ আহমেদ (৪০) ও তার স্ত্রী শিউলী আক্তারের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর লাশ মেঝে ও স্বামীর লাশ রুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের ১০নং ওয়ার্ড পালপাড়া শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয় লাশ দুটি। 

নিহতরা জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ ও পুত্রবধূ শিউলী আক্তার। তারা ওই ভবনের দ্বিতীয় তলায় ৬ মাস ধরে ভাড়া থাকতেন। স্ত্রী একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

ভবনের মালিক শাহজাহান পাটোয়ারী জানান, সবুজ আহমেদ ও শিউলী আক্তার ৬ মাস ধরে আমার ভবনে ভাড়া থাকেন। দুপুরে শিউলী আক্তারের মা দরজা খোলা না পেয়ে আমাদের জানায়। পরে ৯৯৯ কল দিয়ে পুলিশকে অবগত করা হয়। পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে রুমের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কারণে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা করতে পারে। তবে সবুজের স্ত্রী শিউলীর গলায় আঘাতের চিহ্ন ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। 

তিনি জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম