Logo
Logo
×

সারাদেশ

নদীর ঘাটের ওপর পাবলিক টয়লেট নির্মাণ

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১২ পিএম

নদীর ঘাটের ওপর পাবলিক টয়লেট নির্মাণ

চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়ার নদীর ঘাটে পাবলিক টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টয়লেট নির্মাণ বন্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছে স্থানীয়রা। তবে নির্মাণকারীদের দাবি, ব্যবসায়ীদের দাবির মুখে টয়লেট নির্মাণ করা হচ্ছে।

উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারের ডাকাতিয়া নদীর পুরাতন ঘাটের ওপর পাবলিক টয়লেট নির্মাণ করা হচ্ছে। তবে ঘাটটি বর্তমানে পরিত্যক্ত।

নদীর ঘাটে টয়লেট নির্মাণ জনস্বাস্থ্যের জন্য হুমকি দাবি করে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন। তিনি বলেন, বাজারে আরও সরকারি জায়গা থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে ঘাটে টয়লেট নির্মাণ করা হচ্ছে। নদীর বিপরীত পাশে বসবাসরত স্থানীয় বেদে পরিবারের লোকজন প্রকাশ্যে মুখ না খুললেও এর কারণে তারাসহ নদীর পানি ব্যবহার করা লোকজন স্বাস্থ্যজনিত সমস্যায় পড়বে। টয়লেট নির্মাণ বন্ধে লিখিত অভিযোগ দিয়েছি। আশা করছি প্রতিকার পাবো।

গল্লাক বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি ইমান হোসেন বলেন, নদীর ঘাটটি গত এক দশক ধরে ব্যবহার হয় না। ঘাটটিকে লোকজন ডাস্টবিন হিসেবে ব্যবহার করে। এতে পরিবেশ দূষিত হচ্ছিল। আমাদের আবেদনের প্রেক্ষিতে আধুনিক পাবলিক টয়লেট নির্মিত হচ্ছে। পরিবেশ দূষণের কোনো সুযোগ নেই।

টয়লেট নির্মাণকারী গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান শাহাজাহান পাটোয়ারী বলেন, বাজারে একটি পাবলিক টয়লেটের প্রয়োজন বিধায় তা নির্মিত হচ্ছে। আমরা এটিকে এমনভাবে নির্মাণ করছি যাতে পরিবেশ দূষণ না হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম