Logo
Logo
×

সারাদেশ

দাদি ও নাতির কবর থেকে কঙ্কাল চুরি

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২০ পিএম

দাদি ও নাতির কবর থেকে কঙ্কাল চুরি

কুষ্টিয়ার কুমারখালীতে একই রাতে কবর থেকে দাদি ও নাতির মরদেহ চুরি হয়েছে। সোমবার রাতে চাপরা ইউনিয়নের পাহাড়পুর-নুরপুর কবরস্থান থেকে মরদেহ দুটি চুরি হয়। সংশ্লিষ্টরা জানান, ২০২৩ সালের ভিন্ন সময়ে দাদি ও নাতির মৃত্যু হয়। তাদের মৃত্যু স্বাভাবিক ছিল।

মরদেহ চুরি হওয়া দুজনের নাম, সারা খাতুন (৬৫) ও রাতুল মাহামুদ (১৬)।

সারা খাতুনের বড় ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক মঞ্জুরুল হক জানান, যে দুটি মরদেহ চুরি হয়েছে তার একজন তার মা এবং অপরজন তার চাচাতো ভাইয়ের ছেলে। ২০২৩ সালে তার মা বার্ধক্যজনিত কারণে মারা গেলে তাকে এ কবরস্থানে দাফন করা হয়।  মা মারা যাওয়ার দুই মাস আগে ভতিজা রাতুল মারা যায়।

তিনি আরও জানান, মঙ্গলবার ভোরে ফজরের নামাজের পর কবর জিয়ারত করতে যান তিনি। এ সময় কবর খোঁড়া অবস্থায় দেখতে পান এ শিক্ষক। কবরের ভেতরে লাশ দেখতে না পেয়ে পুলিশে খবর দেন তিনি।

রাতুলের মা ছনিয়া খাতুন জানান, এক বছর ১১ মাস আগে তার ছেলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সোলায়মান শেখ জানান, ‘কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম