Logo
Logo
×

সারাদেশ

ভাতিজার বিরুদ্ধে চাচাকে হত্যার অভিযোগ

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম

ভাতিজার বিরুদ্ধে চাচাকে হত্যার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছে, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচার ওপর হামলা চালায় ভাতিজা। এতে গুরুত্বর আহত হয়ে মারা যান ওই চাচা।

সোমবার উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চাচার নাম বেলায়েত হোসেন। সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, সোমবার বাড়ির কলাগাছ কাটা নিয়ে বেলায়েত হোসেন ও তার ভাতিজা রাজা হাওলাদারের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাচার ওপর হামলা চালায় ভাতিজা। বেলায়তকে পিটিয়ে জখম করে রাজা। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে বেলায়েত।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অভস্থার অবনতি হওয়ায় চিকিৎসক বেলায়েতকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। চিকিৎসকের কথা অনুযায়ী সেখানে নেওয়া হলে তাকে ঢাকা নেওয়ার জন্য রেফার্ড করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। মামলা করা হলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম