Logo
Logo
×

সারাদেশ

‘পাঠকপ্রিয়তা ও দেশবাসীর আস্থা অর্জন করেছে যুগান্তর’

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৩ পিএম

‘পাঠকপ্রিয়তা ও দেশবাসীর আস্থা অর্জন করেছে যুগান্তর’

বান্দরবানে দেশের পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান মৃত্তিকা ও পানি সংরক্ষণ কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম।

তিনি বলেছেন, সংবাদপত্র হচ্ছে একটি দেশের জাতীয় আয়না। যেখানে গোটা দেশের চিত্র ফুটে ওঠে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দেশের গণমাধ্যমগুলোর মধ্যে দৈনিক যুগান্তর অন্যতম। 

তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে যুগান্তর পাঠকপ্রিয়তা ও দেশবাসীর আস্থা অর্জন করে নিয়েছে। যুগান্তরের এ দীর্থ পথ চলায় দেশবাসী পাশে রয়েছে। রজতজয়ন্তী উৎসবে যুগান্তরের আরও সাফল্য কামনা করছি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বান্দরবান স্পাইসি ডাইন রেস্টুরেন্ট মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। 

অনুষ্টানে উপস্থিত ছিলেন, এপেক্স সিয়ান সাজ্জাদ হোসেন শাহীন, ব্যবসায়ী হোসাইন আহমেদ, সিনিয়র সাংবাদিক আল ফয়সাল বিকাশ, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি আলাউদ্দীন শাহরিয়ার, ব্যবসায়ী মিজানুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যম সহকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম