Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জে তিন মামলায় পলকের ১২ দিনের রিমান্ড

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৩ পিএম

নারায়ণগঞ্জে তিন মামলায় পলকের ১২ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জে পৃথক তিন মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ৪ দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বেলায়েত হোসেনের আদালত এ আদেশ দেন। 

এর আগে নারায়ণগঞ্জের সদর মডেল থানার ১টি ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় আদালতে হাজির করা হয় পলককে। এতে ৭ দিন করে ২১দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম সত্যতা নিশ্চিত করে বলেন, পলককে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এতে উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে রিমান্ড চাওয়া হয়েছে। আদালত প্রত্যেক মামলায় আলাদা করে ১২দিন রিমান্ড মঞ্জুর করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম