
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ১২:৩২ পিএম
হাজং ভাষা নিয়ে মতবিনিমিয় সভা

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১০ পিএম

আরও পড়ুন
হাজং ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেই। হাজং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে কয়েক হাজার মানুষ বেঁচে আছেন, তাদের মধ্যেও এ ভাষায় কথা বলার চর্চা কম। এ কারণে হারিয়ে যেতে বসেছে ভাষাটি। এমন প্রেক্ষাপটে হাজং ভাষা নিয়ে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা।
‘মাতৃভাষায় শিক্ষার বাস্তবতা: প্রেক্ষিত শেরপুরের হাজং জনগোষ্ঠি’ শীর্ষক
মতবিনিময় সভাটি সোমবার অনুষ্ঠিত হয়। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কয়রাকুড়ি বন্ধধারা
বিদ্যালয় মিলনায়তনে হওয়া সভায় হাজং ভাষা টিকিয়ে রাখার দাবি জানানো হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট
(আইইডি) এবং বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন শেরপুর জেলা শাখার সহায়তায় নাগরিক প্ল্যাটফরম
উদ্যোগ শেরপুর কমিটি এ সভাটির আয়োজন করে।
সভায় হাজং ভাষাকে টিকিয়ে রাখতে নিজস্ব বর্ণমালা প্রণয়ন করে হাজং ভাষায়
পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি জানানো হয়। এ বিষয়ে রাষ্ট্র কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে
বলে আশা তাদের। একইসঙ্গে সভায় হাজং ভাষার চর্চা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন হাজং নেত্রী কল্পনা রাণী হাজং। অনুষ্ঠানের মুখ্য
আলোচক ছিলেন কবি-শিক্ষাবিদ, গবেষক জ্যোতি পোদ্দার।