Logo
Logo
×

সারাদেশ

চাঁদপুরে মোটর শোভাযাত্রা করায় বিএনপি নেতাকে শোকজ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২ এএম

চাঁদপুরে মোটর শোভাযাত্রা করায় বিএনপি নেতাকে শোকজ

চাঁদপুর সদরে বিশাল গাড়িবহর নিয়ে শোভাযাত্রা করার কারণে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ আফ্রিকা বিএনপির প্রধান উপদেষ্টা আজম খানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে শোকজের চিঠি পাঠানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, আজম খান আপনি আপনার এলাকায় বিশাল গাড়িবহর নিয়ে শোভাযাত্রা করেছেন; যা সম্পূর্ণরূপে দলের সিদ্ধান্তের পরিপন্থি। দলের একজন দায়িত্বশীল নেতা হয়ে দলীয় সিদ্ধান্তের বিষয়ে অমনোযোগী ও উদাসীন থাকা নিঃসন্দেহে আপনার দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক।

সুতরাং আপনার বিরুদ্ধে কেন শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দেখিয়ে আগামী ২ দিনের মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো। 

গত শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কপথে মতলব বাবুরহাট হয়ে শহরে বিশাল গাড়ির বহর নিয়ে শোভাযাত্রা করেন বিএনপি নেতা আজম খান। পরে হাসান আলী হাই স্কুল মাঠে পথসভায় বক্তব্য রাখেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম