Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গুয়ার হাওড়ে বিষ প্রয়োগে ৫ শতাধিক হাঁস নিধনের অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ পিএম

টাঙ্গুয়ার হাওড়ে বিষ প্রয়োগে ৫ শতাধিক হাঁস নিধনের অভিযোগ

রামসার প্রকল্পভুক্ত টাঙ্গুয়ার হাওড়ের পতিত চরে থাকা খামারির ৫ শতাধিক ডিমওয়ালা হাঁস বিষ প্রয়োগে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে জেলার তাহিরপুরের মন্দিয়াতা গ্রামসংলগ্ন টাঙ্গুয়ার হাওড়ের গজারিয়া জলমহালের টানের খাটার চরে হাঁস নিধনের ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্ত খামারি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওড় তীরবর্তী মন্দিয়াতা গ্রামের সিরাজ মিয়ার ছেলে সুজন মিয়া।

সোমবার বিকালে উপজেলার টাঙ্গুয়ার হাওড় তীরের বসতির মানুষজন জানান, রাতভর হাঁস খামার পাহারা দেওয়ার পর সোমবার সকালে প্রতিদিনের মতো খামারসংলগ্ন গ্রামের বাড়িতে চলে যান  মন্দিয়াতা গ্রামের খামারি সুজন মিয়া। দুপুর ১২টার দিকে সুজন খামারে ফিরে দেখেন ৫ শতাধিক হাঁস মারা গেছে।

খামারির ধারণা গ্রামের তিন ব্যক্তি টাঙ্গুয়ার হাওড়ে প্রায়ই বিষ প্রয়োগে অতিথি পাখি শিকার করেন। বাড়ি থেকে ফেরার পথে ওই তিন ব্যক্তিকে সোমবার দুপুরে বস্তায় ভেতর লুকিয়ে অতিথি পাখি নিয়ে যেতেও দেখেন তিনি।

চলতি বছর ১ হাজার ১৫০ হাঁস কিনে খামার করেন সুজন। কয়েক মাস ধরে প্রতিটি হাঁস ডিম পাড়ছিল।

সোমবার বিকালে তাহিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিব আহমেদের কাছে বিষ প্রয়োগে খামারির হাঁস মেরে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম