Logo
Logo
×

সারাদেশ

অন্যায়ের বিরুদ্ধে এবং ইসলাম ও মানবতার কথা বলে যুগান্তর

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম

অন্যায়ের বিরুদ্ধে এবং ইসলাম ও মানবতার কথা বলে যুগান্তর

যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে কেক কাটা উৎসব, আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৫টায় শহরের পিরবাড়ির পির ফজলুল্লাহ মারকাজুত্তাহফিজ এতিমখানা ও মাদ্রাসার হলরুমে শিক্ষক, সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক, স্বজন সদস্য ও অর্ধশতাধিক এতিম শিশুদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করে পত্রিকাটির পাঠক সংগঠন স্বজন সমাবেশ, রায়পুর উপজেলা শাখা।

অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি যুগান্তরের প্রকাশক যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

স্বজন সমাবেশ রায়পুর উপজেলা প্রতিনিধি ও রায়পুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- রায়পুরের হায়দরগঞ্জ টিআরএম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ও থানা জামে মসজিদের খতিব মাহমুদুল হাসান, পির ফজলুল্লাহ মারকাজুত্তাহফিজ এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. শামিম (বাগদাদি), রায়পুর-ঢাকাস্থ যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবক আব্দর রব, কালবেলা প্রতিনিধি মো. মাজেদ হোসেন, দেশের কণ্ঠের প্রতিনিধি মাহমুদুল হাসান সানি, নাগরিক ভাবনার প্রতিনিধি মাহবুব হোসেন রনি, বাংলাদেশ সময় প্রতিনিধি মাহবুব হাসান,  খোলা কাগজের প্রতিনিধি জহিরুল ইসলাম, মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মো. ফয়জুল্লাহ, সমাজসেবক মো. সাহেদ আলমসহ স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও স্বজন সমাবেশ রায়পুরের স্বজনরা।

বক্তারা বলেন, যুগান্তর শুরু থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে অন্যায়, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে। ইসলাম ও সত্যের কথা বলে সব সময়। অনিয়মের বিরুদ্ধে, সত্য ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশে নির্ভীক দৈনিক যুগান্তর। এজন্য গণমানুষের মুখপত্র হিসেবে পাঠকপ্রিয়তায় দেশের এ শীর্ষ দৈনিকটি। আগামীর পথচলাতেও দেশ ও গণমানুষের কল্যাণে দৈনিক যুগান্তরের ভূমিকা বলিষ্ঠ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম