Logo
Logo
×

সারাদেশ

সামাজিক অনুষ্ঠান গ্রেফতার আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল স্থানীয়রা

Icon

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৯ পিএম

সামাজিক অনুষ্ঠান গ্রেফতার আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল স্থানীয়রা

পিরোজপুরের ইন্দুরকানীতে একটি সামাজিক অনুষ্ঠান গ্রেফতার করা আওয়ামী লীগ নেতাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেন স্থানীয়রা। এ ঘটনায় দুজন গ্রেফতার করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার বালিপাড়া প্রত্যন্ত অঞ্চলে সাউদখালী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিস্ফোরক মামলার আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল খান একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। পুলিশ এই সংবাদ পেয়ে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পরে সামাজিক অনুষ্ঠানের লোকজন ও আওয়ামী লীগের নেতারা হেলাল খানের গ্রেফতারে সংবাদ শুনে পুলিশের স্থানীয় লোকজনের সঙ্গে হাতাহাতি হয়। জোর করে হেলাল খানকে ছিনিয়ে নেয়।

পরে ছিনতাইকারীদের না পেয়ে পুলিশ তাৎক্ষনিক আবার অভিযান চালিয়ে সামাজিক অনুষ্ঠানের আয়োজকের বাড়ি থেকে আ. ছত্তার নায়েবের ছেলে মজনু নায়েব ও নাঈম নায়েবকে গ্রেফতার করেন।

স্থানীয়রা জানায়, পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তারা আসামি ছিনতাইর সঙ্গে জড়িত না। তাদের বাড়ির অনুষ্ঠানের কাজে ব্যস্ত ছিল।

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, ঘোষেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও বিএনপির মিছিলে হামলার ঘটনায়  আওয়ামীলীগ নেতা হেলাল খান আসামি রয়েছে। হেলাল খানকে গ্রেফতার করলে স্থানীয় জনতারা আসামি ছিনিয়ে রাখে এবং পুলিশ সদস্যদের উপর হামলা করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম