Logo
Logo
×

সারাদেশ

কলেজছাত্রীকে নাইটগার্ডের ধর্ষণ, স্টুডিওতে শিশুকে ধর্ষণচেষ্টা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম

কলেজছাত্রীকে নাইটগার্ডের ধর্ষণ, স্টুডিওতে শিশুকে ধর্ষণচেষ্টা

গাজীপুরে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ভোরে বাসা থেকে বের হলে নাইটগার্ড জোরপূর্বক কলেজছাত্রীকে ধর্ষণ করে। এছাড়া স্টুডিওতে ছবি তুলতে গেলে শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়। পৃথক দুই ঘটনায় মামলার পর নগরীর বাসন থানা পুলিশ অভিযুক্ত নজরুল ইসলাম ও হাসানকে গ্রেফতার করেছে।

ধর্ষক নজরুল ইসলাম (৫৩) চাঁদপুরের কচুঁয়া থানার চাঁনপাড়া এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে। তিনি মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের দিঘিরচালা এলাকার রবিন সরকারের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি মার্কেটে নাইটগার্ডের চাকরি করেন। অপর গ্রেফতার মো. হাসান (২৮) পটুয়াখালীর নৌমালা এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডে ভোগড়া মধ্যপাড়া এলাকার স্টুডিও ঝিলিকের কর্মচারী।

বাসন থানা সূত্রে জানা গেছে, নির্যাতিতা কলেজছাত্রীর বাড়ি জামালপুরে। গাজীপুর মহানগরীর দীঘিরচালা এলাকায় ভাড়া থেকে তিনি স্থানীয় সরকারি কলেজে লেখাপড়ার পাশাপাশি চাকরির সন্ধান করছিলেন। গত শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ভাড়া বাসা থেকে বের হন ওই ছাত্রী।

কিছুদূর অগ্রসর হলে নাইটগার্ড নজরুল ইসলাম পথরোধ করে টেনেহিঁচড়ে পাশের একটি গলির ভেতরে নিয়ে যায়। সেখানে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে নজরুল। ধর্ষণ শেষে ঘটনা না প্রকাশ করতে ধর্ষিতাকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়।

রোববার রাতে নির্যাতিতা ছাত্রী বাদী হয়ে মামলা করেন। রাতেই পুলিশ অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেফতার করে।

অপরদিকে স্টুডিওতে ধর্ষণচেষ্টার শিকার শিশুটির বাবা জানান, তার মেয়ে (১০) স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। মাদ্রাসার ভর্তির প্রয়োজনে ছবি তুলতে তার মেয়ে রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসার পাশের ঝিলিক স্টুডিওতে যায়। আধাঘণ্টা পরও মেয়ে বাসায় ফিরে না আসায় তিনি স্টুডিওতে যান। দরজা ধাক্কা দিয়ে খুলে হাসানকে উলঙ্গ অবস্থায় মেয়ের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখেন। হাসানকে আটক করে বাসন থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।   

বাসন থানার ওসি কায়সার আহমদ জানান, ধর্ষক নজরুল ইসলাম ও ধর্ষণচেষ্টাকারী হাসানকে গ্রেফতার করে সোমবার গাজীপুর মহানগর আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম