Logo
Logo
×

সারাদেশ

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

Icon

লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৮ পিএম

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় সবজিখেতে পানি দিতে গিয়ে রাশেদুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে লোহাগাড়ার চরম্বা কালোযারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ ওই গ্রামের সৈয়দ আহমদের ছেলে ও চরম্বা জামেউল দাখিল মাদ্রাসার ছাত্র।

নিহতের প্রতিবেশী জাফর আহমদ নামের এক ব্যক্তি জানান, ঘটনার দিন সকালে রাশেদ বাড়ির পাশে সবজিখেতে পানি দেওয়ার জন্য ধার করে সেচপাম্প নিয়ে আসেন। এ সময় সেচপাম্পের সুইচ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎক ডা. শিমুল দত্ত বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া কিশোরকে নিয়ে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম