Logo
Logo
×

সারাদেশ

জাতি গঠনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে: আরিফ

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৮ পিএম

জাতি গঠনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে: আরিফ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের সুন্দর একটা জাতি উপহার দেওয়ার জন্য প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে। নৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, কর্মমুখী শিক্ষার ওপর জোর দিতে হবে। মস্তিষ্কের সৃষ্টিশীল উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটাতে হবে এবং সেটা ব্যবহার করতে হবে বাস্তব জীবনে।

সোমবার দুপুরে গোয়াইনঘাট সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের প্রিন্সিপাল হাবিবুর রহমানের সভাপতিত্বে ও অর্থনীতি প্রভাষক আতিকুর রহমানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, গোয়াইনঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ তপন কৃষ্ণ রায়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন আইসিটি প্রভাষক ফারুক।

অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নাচ, গান, কবিতা, কৌতুক, হাড়িভাঙা, যেমন খুশি তেমন সাজ, দৌড় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম