Logo
Logo
×

সারাদেশ

ছাত্র আন্দোলনে যুগান্তরের ভূমিকা ছিল অতুলনীয়

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম

ছাত্র আন্দোলনে যুগান্তরের ভূমিকা ছিল অতুলনীয়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে যুগান্তরের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কালাবিবির দীঘির একটি কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের আনোয়ারা প্রতিনিধি রতন কান্তি দাশের সভাপতিত্বে যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আব্দুস সবুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম, বারখাইন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সাদ্দাম হোসেন, শ্রমিক নেতা আব্দুস সবুর, আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুল হক, হুমায়ুন কবির শাহ সুমন, আনোয়ারা সাংবাদিক সমিতির উপদেষ্টা রুপন দত্ত, সভাপতি এনামুল হক নাবিদ, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম দিদারুর ইসলাম ও ইকবাল হোসেনসহ আনোয়ারায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তর পত্রিকার ভূমিকা ছিল অতুলনীয়। নিরপেক্ষ সাংবাদিকতায় তারা সমসাময়িক বিভিন্ন মিডিয়াকে ছাড়িয়ে গেছে। এ সময় যুগান্তরের উত্তরোত্তর সফলতা কামনা করেন বক্তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম