
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ এএম
১৭ মামলার আসামি বিদেশি অস্ত্রসহ সহোদর গ্রেফতার

নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১০ পিএম
-67bc457e408b6.jpg)
আরও পড়ুন
নড়াইলের লোহাগড়া থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ১৭ মামলার আসামি বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার কুন্দসী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতার সহোদর উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মৃত দেলোয়ার শেখের ছেলে।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের একটি দল কুন্দসী এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা একটি বিদেশি মডেলের নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়।
লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধলা বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। তাদেরকে সোমবার আদালতে পাঠানো হবে।