Logo
Logo
×

সারাদেশ

সাবেক মেয়র জাহাঙ্গীরের পিএসকে পুলিশে দিল শিক্ষার্থীরা

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৪ পিএম

সাবেক মেয়র জাহাঙ্গীরের পিএসকে পুলিশে দিল শিক্ষার্থীরা

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিশেষ সহকারী (পিএস) জাকির হোসেনকে (৩২) আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। রোববার রাত সাড়ে ১২টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

জাকির জাহাঙ্গীরের আর্থিক বিষয়গুলোর দেখভাল করতেন বলে জানা গেছে। সাবেক মেয়রের আর্শীবাদে বিপুল অর্থের মালিক বনে গেছেন তিনি।

জাকিরের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ী এলাকায়। বর্তমানে গাজীপুর মহানগরের সদর থানার ২৮ নাম্বার ওয়ার্ডের ছায়াবিথি এলাকায় বসবাস করছিলেন।

বাসন থানার ওসি কায়সার আহাম্মেদ জানান, গ্রেফতার জাকিরের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। অপারেশন ডেভিল হান্ট নামে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম