Logo
Logo
×

সারাদেশ

কসবায় নানা আয়োজনে যুগান্তরের রজতজয়ন্তী পালিত

Icon

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০১ পিএম

কসবায় নানা আয়োজনে যুগান্তরের রজতজয়ন্তী পালিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্টিত হয়। 

এতে কসবা স্বজন সমাবেশের সভাপতি ও কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কসবা থানার ওসি মো. আবদুল কাদের। সাংবাদিক মো. শাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, কসবা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো. ইমন হোসেন, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সফিকুর রহমান, কসবা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাংবাদিক রুবেল আহমেদ, স্বজন সমাবেশের সহসভাপতি ডা. বিল্লাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন। এছাড়া কসবায় কর্মরত গণমাধ্যমের সংবাদকর্মী, স্বজন সমাবেশের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, যুগান্তর কসবা উপজেলা প্রতিনিধি বোরহান মো. ইনয়ামুল ইসলাম। যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রকাশক সালমা ইসলামের নেক হায়াত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কসবা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. আবদুল হান্নান। 

কসবা থানার ওসি মো. আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্যে বলেন, সংবাদপত্র হল সমাজের দর্পন, তারা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন। আর এর মাধ্যমে রাষ্ট্রের দায়িত্বশীলরা সচেতন হন। সংবাদপত্রের নিউজের ফলে আমরা অনেক অপরাধীকে সহজেই ধরতে পারি। 

তিনি বলেন, যুগান্তর পত্রিকা অতীতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে, আমি আশা করি, আপনারা এই ধারাবাহিকতায় সংবাদ প্রকাশে অবিচল থাকবেন। তিনি আরও বলেন, আপনারা মাদককারবারী, চোরাকারবারী ও সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে নির্বিঘ্নে সংবাদ পরিবেশন করবেন। পুলিশ সর্বদায় আপনাদের পাশে থাকবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম