Logo
Logo
×

সারাদেশ

ডেভিল হান্টে গাজীপুরে গ্রেফতার ২১

Icon

গাজীপুর (মহানগর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৭ পিএম

ডেভিল হান্টে গাজীপুরে গ্রেফতার ২১

গাজীপুর মহানগরীতে ডেভিল হান্ট অপারেশনে ২১ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রোববার সকাল থেকে শুরু হয়ে সোমবার সকাল ৭টা পর্যন্ত অভিযানে গ্রেফতার করা হয় তাদের।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা (এসবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর আট থানা এলাকা থেকে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে সদর থানা ও বাসন থানা এলাকায় ১জন করে দুজনকে গ্রেফতার করা হয়। কাশিমপুর থানা এলাকায় ৫ জন, টঙ্গী পূর্ব থানায় ৮ জন,পশ্চিম থানায় দুজনকে গ্রেফতার করা হয়। এছাড়া মহানগরীর ডিবি উত্তর ও দক্ষিণে অভিযান চালিয়ে দুজন করে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। 

চলতি মাসের ৮ তারিখ থেকে শুরু হওয়া ডেভিল হান্ট অপারেশনে এ পর্যন্ত মহানগরী থেকে ২৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম