Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, গুলিতে যুবক নিহত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২১ পিএম

কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, গুলিতে যুবক নিহত

কক্সবাজার শহরে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন।

সোমবার বেলা ১২টার দিকে শহরে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটির কাছে এ ঘটনা ঘটে।  

নিহত যুবকের নাম শিহাব কবির নাহিদ (৩০)। পেশায় ব্যবসায়ী নাহিদ স্থানীয় বাসিন্দা নাছির উদ্দিনের ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।’

স্থানীয় বাসিন্দা মুজাহিদুল ইসলাম জানান, বিমানবন্দর সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণ বিষয়ে বৈঠকে অংশ নিতে এলাকাবাসীর কয়েকজন প্রতিনিধি জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিলেন।পথে বিমান বাহিনীর চেকপোস্টে তাদের বহনকারী ব্যাটারি চালিত অটোরিকশা আটকে দেওয়া হয়।  এ সময় অটোরিকশায় থাকা জাহেদকে জোর করে তুলে নেওয়া চেষ্টা করা হয়। খবর পেয়ে স্থানীয়রা বিমান ঘাঁটিতে হামলা চালায়। একপর্যায়ে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় বিমান বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছোঁড়ে। এতে কয়েকজন অন্তত হন। স্থানীয়রা আহতদের হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। কীভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হলো, তা দুপক্ষের সঙ্গে আলোচনা করে জানতে হবে।’

এদিকে এ ঘটনায় সোমবার দুপুরে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ওই বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ‘কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ বিষয়ে বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম