Logo
Logo
×

সারাদেশ

মধুপুরে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম

মধুপুরে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত

অবশেষে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের মধুপুরে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। এর আগে দুই সংগঠনের বাধায় লালন স্মরণোৎসব স্থগিত করা হয়েছিল।

লালন স্মরণোৎসব উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধুপুর লালন সংঘের সভাপতি সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন তরফদার। মধুপুর লালন সংঘের উপদেষ্টা সাংবাদিক এসএম শহীদের সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন, ওসি এমরানুল কবির, লালন স্মরণোৎসবের আহ্বায়ক সবুজ মিয়া, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সমন্বয়ক ও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। মধুপুর লালন সংঘের উপদেষ্টা প্রয়াত সাংবাদিক এম এ রউফের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। মধুপুর লালন সংঘের উপদেষ্টা অলোক কুমার চৌধুরীর সঞ্চালনায় স্মরণোৎবে সঙ্গীত পরিবেশন করেন শাহাবুল, বাউল রশীদ, গামছা নার্গিস, মুন মোনালিসা, কাজল রেখা প্রমুখ। 

গত ১২ ফেব্রুয়ারি লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হেফাজতে ইসলাম ও কওমি ওলামা পরিষদের মধুপুর শাখার নেতাকর্মীদের বাধার মুখে ওই অনুষ্ঠান স্থগিত হয়। এ নিয়ে সমালোচনা হয়। পরে শর্ত সাপেক্ষে ২৩ ফেব্রুয়ারি উৎসব পালনের অনুমতি দেয় প্রশাসন। সেই উৎসব জেলা পরিষদ অডিটোরিয়ামে হওয়ার কথা ছিল।

কিন্তু অডিটোরিয়ামে আসন সংখ্যা কম থাকায় সেখানে উৎসব আয়োজন সম্ভব হয়নি। পরে গত ১৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবর বাসস্ট্যান্ডে অনুষ্ঠান আয়োজনের অনুমতি চাওয়া হয়। আবেদনের প্রেক্ষিতে রানী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব আয়োজনের কথা বলা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম