Logo
Logo
×

সারাদেশ

বৃদ্ধার গায়ে গরম পানি ঢেলে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ২

Icon

কালকিনি-ডাসার প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২১ পিএম

বৃদ্ধার গায়ে গরম পানি ঢেলে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ২

মাদারীপুরের ডাসারে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাহেরুন নেছা (৬০) নামে এক বৃদ্ধার শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।  আর এ মামলায় গ্রেফতার করা হয়েছে দুজনকে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— উপজেলার কমলাপুর গ্রামের অলিউর মুন্সি (৩৩) ও সেফালী বেগম (৪০)।

সোমবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছে থানা পুলিশ।

দগ্ধ বৃদ্ধা সাহেরুন নেছা বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কমলাপুর গ্রামের আনোয়ার সরদারের সঙ্গে প্রতিবেশী তমিজউদ্দিনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার সন্ধ্যায় আনোয়ারের বাড়িতে হামলা চালায় তমিজউদ্দিন ও তার সহযোগীরা।  এ সময় আনোয়ারের বৃদ্ধা মা সাহেরুন নেছা বাধা দিলে তার ওপর আক্রমণ চালানো হয়।  একপর্যায়ে সাহেরুন নেছার শরীরে কেমিক্যাল মিশ্রিত ফুটন্ত গরম পানি ঢেলে দেয় হামলাকারীরা।  এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

এ ঘটনায় বৃদ্ধার ছেলে আনোয়ার বাদী হয়ে তমিজউদ্দিন সরদারসহ ১২ জনকে আসামি করে ডাসার থানায় একটি মামলা করেন। এ মামলায় অলিউর মুন্সি ও সেফালী বেগমকে পুলিশ গ্রেফতার করা হয়।

ডাসার থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘এজাহারভুক্ত আসামি অলিউর মুন্সি ও সেফালী বেগমকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম