Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জ ইপিজেডে জুটের গোডাউনে আগুন

Icon

সিদ্ধিরগঞ্জ দ‌ক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৭ পিএম

নারায়ণগঞ্জ ইপিজেডে জুটের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি ফ্যাক্টরির জুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে  ৯ টায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মিরন মিয়া।

জানা যায়, ইপিজেডের ইউ.এইচ.এম লিমিটেড (উর্মী গ্রুপ) নামক গার্মেন্টসের জুটের গোডাউনের পেছনের অংশে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কারখানায় কর্মরত ফায়ার কর্মকর্তারা আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে আদমজী ফায়ার সার্ভিসকে খবর দেন। এতে ২ ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

এ বিষয়ে ইউ.এইচ.এম লিমিটেড গার্মেন্টেসের এডমিন ম্যানেজার আরমান বলেন, আমাদের ফ্যাক্টরির ভবনে আগুন ধরেনি, ধরেছে জুটের গোডাউনে। ক্ষতির পরিমাণ আপাতত বলা যাচ্ছে না। 

আদমজী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মিরন মিয়া বলেন, আমরা খবর শুনে সঙ্গে সঙ্গে এসে আগুন নেভানোর কাজ শুরু করি। আমাদের দুটি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছি না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম