Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে অটোরিকশার ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫ এএম

টঙ্গীতে অটোরিকশার ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

গাজীপুরের টঙ্গীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাদিয়া আক্তার (২২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে পাগার সালামের আটারকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাদিয়া হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার আনন্দপুর (গরদাইর) গ্রামের বাসিন্দা। কাজের জন্য স্বামীর সঙ্গে পাগার সালামের আটারকল এলাকায় ভাড়া বাসায় থাকত। তিনি একটি পোশাক কারখানায় হেলপার পদে চাকুরি করতেন।

পুলিশ জানায়, কারখানা ছুটি হওয়ার পর পায়ে হেঁটে বাসায় ফিরছিল সাদিয়া। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।  এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম