Logo
Logo
×

সারাদেশ

শেরপুর বারে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিএনপি সমর্থিতরা নির্বাচিত

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ পিএম

শেরপুর বারে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিএনপি সমর্থিতরা নির্বাচিত

শেরপুরে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা ১৩টি পদের সবটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি জানান, রোববার মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিনে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় অন্য কোনো প্রার্থীর মনোনয়নপত্র জমা না পড়ায় বিএনপি সমর্থিত সব প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত বলে ঘোষণা করা হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মো. আশরাফুল আলম (লিচু) ও মো. ছামিউল ইসলাম (আতাহার), সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশিদ (বাচ্চু) ও মো. রেজুয়ান উল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এসআর জয়, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. আবু জাফর, অডিটর আব্দুর রব আল আমিন (খোকন), ৪ জন নির্বাহী সদস্য হয়েছেন- মোহাম্মদ আখতারুজ্জামান-২, মো. আতিকুর রহমান (রাজীব), মোহাদ্দিস নাফে দিশান ও মো. আব্দুল আজিজ (সজীব রানা)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম