Logo
Logo
×

সারাদেশ

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে যুগান্তর

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে যুগান্তর

যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে রাঙামাটিতে কেক কাটা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় শহরের রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে এসব কর্মসূচি পালন করে পত্রিকাটির পাঠক সংগঠন স্বজন সমাবেশ, রাঙামাটি পার্বত্য জেলা।

অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি যুগান্তরের প্রকাশক যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

স্বজন সমাবেশ রাঙামাটির পার্বত্য জেলার সভাপতি এম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশ রাঙামাটির পার্বত্য জেলার প্রধান উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শামসুল আলমসহ স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও স্বজন সমাবেশ রাঙামাটির স্বজনরা।

বক্তারা বলেন, যুগান্তর শুরু থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে অন্যায়, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে। সব সময় সত্য ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশে নির্ভীক দৈনিক যুগান্তর। এজন্য গণমানুষের মুখপত্র হিসাবে পাঠকপ্রিয়তায় দেশের এ শীর্ষ দৈনিকটি। আগামীর পথচলাতেও দেশ ও গণমানুষের কল্যাণে দৈনিক যুগান্তরের ভূমিকা বলিষ্ঠ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম