Logo
Logo
×

সারাদেশ

গর্তে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম

গর্তে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামে বাড়ির আঙিনায় গর্তের পানিতে ডুবে ৯ মাসের শিশুকন্যা তাবাচ্ছুমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে নিজ বাড়ির আঙিনায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত তাবাচ্ছুম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুর ২টার দিকে উপজেলার কুতুবপুর গ্রামে বাড়ির আঙিনায় বসে খেলছিল তাবাচ্ছুম। তার মা রান্নায় ব্যস্ত ছিলেন। এ সময় টিউবওয়েলের পাশে পানি রাখার জন্য ব্যবহৃত গর্তের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা টের পেলে মৃত অবস্থায় তাবাচ্ছুমকে উদ্ধার করে। 

দামুড়হুদা মডেল থানা পুলিশের (ওসি) হুমায়ুন কবীর বলেন, ঘটনাটি আমার জানা নেই। বিস্তারিত জানতে খোঁজ নিচ্ছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম