Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭ পিএম

ব্রাহ্মণপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। শনিবার র‌্যালি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ রজতজয়ন্তী উৎসব পালিত হয়।

রজতজয়ন্তী উৎসব উপলক্ষে একটি র‌্যালি ব্রাহ্মণপাড়া উপজেলা চত্বর থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এসে শেষ হয়। এ সময় এক  আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দলা কেবি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শ্রী রাখাল চন্দ্রশীল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোরশেদ আলম ভূঁইয়া, ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম, ব্রাহ্মণপাড়া বাজার কমিটির সভাপতি হাজী মোজাম্মেল হক দুলাল, ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সহ-সভাপতি মো. শাহজাহান ভূঁইয়া।

সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আবদুল আলীম খান। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন- ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি যথাক্রমে- যুগান্তরের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, বিল্লাল হোসেন, মো. ইউনুছ মিয়া, দৈনিক যুগান্তরের সার্কুলেশন নির্বাহী ও ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মো. শাহজাহান, অর্থ বিষয়ক সম্পাদক কাজল সরকার, দপ্তর সম্পাদক শরিফ খান আকাশ, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম রাজু, সাংবাদিক মোশারফ হোসেন নিলয়, সালেহ আহাম্মদ সেন্টু প্রমুখ।

এ সময় যুগান্তরের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন যুগান্তরের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম