Logo
Logo
×

সারাদেশ

প্রবাসীর বাড়িতে ডাকাতি, বিএনপি নেতাসহ গ্রেফতার ৩

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম

প্রবাসীর বাড়িতে ডাকাতি, বিএনপি নেতাসহ গ্রেফতার ৩

কক্সবাজারের চকরিয়ায় থানার পাশের এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় বিএনপি নেতাসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত কিছু টাকা, ব্যবহৃত পোশাক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার তিনজন হলেন- চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা খোন্দকারপাড়ার নুরুল আমিনের ছেলে ও একই ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নয়ন চৌধুরী (৪৫), একই ওয়ার্ডের ঘাটপাড়ার কবির আহমদের ছেলে মো. ইসমাইল (৩৫) ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাটাখালী এলাকার মমতাজ উদ্দিন আহমদের ছেলে মো. হানিফ (৪৩)।

পুলিশ  জানায়, গত শনিবার রাত আড়াইটার দিকে চকরিয়া থানার সীমানাসংলগ্ন ও পুলিশের চকরিয়া সার্কেল অফিসের সামনে প্রবাসী শ্রীমন্ত দাশের বাড়িতে মুখোশধারী একদল সশস্ত্র ডাকাত হানা দেয়।

প্রথমে দারোয়ান রবীন্দ্র দাশকে ছুরিকাঘাত করে হাত-পা বেঁধে ফেলে রাখে ডাকাতরা। এরপর তারা প্রবাসীর স্ত্রী রুবী দাশ ও দশম শ্রেণির ছাত্রী সুক্তা দাশকে অস্ত্রের মুখে জিম্মি করে। বাড়ি থেকে নগদ ১ লাখ টাকা, শরীরে থাকা চার ভরি স্বর্ণালঙ্কার, দুটি অ্যান্ড্রয়েড মোবাইলসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতির পরপরই পুলিশ তদন্ত শুরু করে। থানার আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে মো. হানিফকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মো. নয়ন চৌধুরী ও মো. ইসমাইলকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী রুবী দাশ বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেফতার তিনজনকে রোববার আদালতে হাজির করলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য গ্রেফতারদের রিমান্ডে নেওয়া হবে। এজন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম