Logo
Logo
×

সারাদেশ

বড় ভাইয়ের মৃত্যু সংবাদে ছোট ভাইয়ের মৃত্যু

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ পিএম

বড় ভাইয়ের মৃত্যু সংবাদে ছোট ভাইয়ের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে বড় ভাই মোগলা প্রামাণিকের মৃত্যুর সংবাদে হৃদরোগে ছোট ভাই বুদা প্রামাণিক মারা গেছেন। শনিবার সকাল ও দুপুরে চার ঘণ্টার ব্যবধানে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ ছাগলধরা গ্রামে দুই ভাইয়ের মৃত্যু হয়।

বাদ এশা তাদের জানাজা শেষে একই কবরস্থানে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

দিনমজুর দুই ভাইয়ের মৃত্যুতে শুধু তাদের পরিবারে নয়; আত্মীয়-স্বজন ও পুরো গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ ছাগলধরা গ্রামের মৃত মীর বক্স প্রামাণিকের ছোট ছেলে দিনমজুর বুদা প্রামাণিক (৭০) তিন দিন আগে হৃদরোগে আক্রান্ত হন। তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়িতে আনা হয়। প্রিয় ছোট ভাই বুদা অসুস্থ হওয়ায় বড় ভাই দিনমজুর মোগলা প্রামাণিকও (৭৫) হৃদরোগে আক্রান্ত হন। তিনি (মোগলা) শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে আবারো হৃদরোগে আক্রান্ত হয়ে বেলা দেড়টার দিকে বুদা প্রামাণিক মারা যান।

একইদিন বাদ এশা একই সময়ে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুই ভাইকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। জানাজা ও দাফন অনুষ্ঠানে বিপুল সংখ্যক গ্রামবাসী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

মোগলা প্রামাণিকের ছেলে কামাল প্রামাণিক বলেন, গত শুক্রবার তার বাবা বারবার বলছিলেন, আমার ছোটভাই কিভাবে আমার আগে হার্টঅ্যাটাক করল, আমরা তো একসঙ্গে মরব। এরপর শনিবার সকালে বাবা মারা গেল। দুপুরেই আবার চাচা মারা গেলেন।

সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সদস্য মুকুল মিয়া বলেন, মোগলা প্রামাণিক ও বুদা প্রামাণিক দুই ভাইয়ের মধ্যে খুবই হৃদ্যতা ছিল। একই দিন চার ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হওয়ায় গ্রামবাসী খুবই মর্মাহত হয়েছেন। একসঙ্গে জানাজা শেষে তাদের একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম