Logo
Logo
×

সারাদেশ

ছাত্র-জনতা হত্যায় ইন্ধন

পাবনায় আইনজীবীর কক্ষে তালা দিল ছাত্রদল

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম

পাবনায় আইনজীবীর কক্ষে তালা দিল ছাত্রদল

জুলাই বিপ্লবে ছাত্র-জনতা হত্যায় ইন্ধনের অভিযোগে রোববার পাবনায় জেলা আইনজীবী সমিতির আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী জাফর আলতাফের কক্ষে তালা দিয়েছে ছাত্রদল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে পাবনা জেলা ছাত্রদলের ব্যানারে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল আইনজীবী সমিতিতে গিয়ে জাফর আলতাফের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ করে। 

এ সময় বক্তব্য দেন ছাত্রদল নেতা শরিফুল ইসলাম, রাব্বি, ছাত্রদলের সহ-আইনবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম রিয়াল, সহ-সাংগঠনিক সম্পাদক নাদীম হায়দার, আইনজীবী সমিতির সদস্য মেজবাহ আহসান অনিক। 

জেলা আইনজীবী সমিতির সম্পাদক সুলতান মাহমুদ এহিয়া বলেন, বিষয়টি দুঃখজনক। করণীয় নিয়ে আমরা কথা বলছি। জেলা ছাত্রদলের সম্পাদক কামরুজ্জামান প্রিন্স বলেন, শুনেছি ছাত্রদলের একটি অংশ এ কাজ করেছে। এর বেশি আমার জানা নেই। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম