Logo
Logo
×

সারাদেশ

লামায় মডেল মসজিদ উদ্বোধন

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম

লামায় মডেল মসজিদ উদ্বোধন

বান্দরবানের লামায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন অর্ন্তবর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মসজিদ উদ্বোধনের ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেন উপদেষ্টা। 

এতে মসজিদ কমিটির সভাপতি ও লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, রাঙ্গামাটি গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ারুল আজিম। 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে তৃণমূল পর্যায়ে ইসলামি জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসারে ২০২৩-২০২৫ সালে লামা উপজেলা পরিষদের পাশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেছে।  ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় তিনতলা এই ভবনটি নির্মিত হয়েছে। 

গণপূর্ত অধিদপ্তর এ মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করেছে। স্থাপনাটির তিন ধাপে নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। চলতি মাসে লামা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসহ সারা দেশে মোট ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করার কথা রয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম