Logo
Logo
×

সারাদেশ

কাহালুতে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৫ পিএম

কাহালুতে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

বগুড়ার কাহালুতে বজ্রপাতে মোহাম্মদ আকন্দ (৫৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাইকড় ইউনিয়নের যুগীরভবন গ্রামে এ ঘটনা ঘটে। 

কাহালু থানার ওসি আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত আকন্দ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের সিকিনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে।

স্থানীয়রা জানান, আকন্দ শনিবার যুগীরভবন গ্রামের কৃষক তোফাজ্জল বারীর জমিতে ইরি-বোরো ধানের চারা রোপন ও বীজতলা থেকে চারা তোলার কাজ নেন। রোববার সকাল ৯টার দিকে হালকা বৃষ্টির মধ্যে মেঘের গর্জন হয়। এ সময় আকন্দ মাঠে বীজতলা থেকে ধানের চারা তুলছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এরপরে লোকজন আকন্দকে খুঁজতে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। 

কাহালু থানার ওসি আব্দুল হান্নান জানান, আকন্দের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম