
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ এএম
বিদ্যুৎস্পৃষ্টে আহত পুলিশ সদস্যের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১০ পিএম

আরও পড়ুন
বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত সাতক্ষীরা সদর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল সোহাগ আলী মারা গেছেন। ঢাকা জাতীয় বার্ন ইউনিটের প্লাস্টিক সার্জারি বিভাগের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।
সোহাগ আলী চুয়াডাঙ্গা জেলা সদরের ঝিনাইদহ বাসস্টান্ড পাড়ার বাসিন্দা।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাফুজ আলম জানান,
গত সোমবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হন সোহাগ। পরে নিজেই সদর হাসপাতালে যান তিনি। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশের
ঊর্ধ্বতন কর্মকর্তারা
হাসপাতালে ছুটে আসেন। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি না করিয়ে প্রাথমিক চিকিৎসা
দিয়ে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, সোহাগ সোমবার
রাতে মধুমোল্লার ডাঙিতে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য থানা থেকে বের হয়। রাত ১টার দিকে সদর হাসপাতাল থেকে থানায় ফোন করে
জানানো হয় সোহাগ বিদ্যুতায়িত হয়ে নিজেই হাসপাতালে চলে এসেছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
খবর পাওয়ার পরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে যান। পরে ঢাকা জাতীয় বার্ন ইউনিটের প্লাস্টিক সার্জারিতে
তাকে ভর্তি করা হয়।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, গত ১৭ ফেব্রুয়ারি ভোরে
পুলিশ লাইন্সের পেছনের একটি গলি দিয়ে যাওয়ার সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুতায়িত
হন সোহাগ। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।
তার লাশ সাতক্ষীরায় না এনে তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায় নেওয়া হচ্ছে। সাতক্ষীরা থেকে
কয়েকজন পুলিশ সদস্য তাদের বাড়িতে যাচ্ছেন।