Logo
Logo
×

সারাদেশ

ফাল্গুনের বৃষ্টিতে সিক্ত হলো শেরপুরের প্রকৃতি

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫০ পিএম

ফাল্গুনের বৃষ্টিতে সিক্ত হলো শেরপুরের প্রকৃতি

শীতের আমেজ কাটতে না কাটতেই ফাল্গুনের বৃষ্টিতে সিক্ত হলো শেরপুরের প্রকৃতি। রোববার সকাল ১০টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি নামে। ঘণ্টাখানেক সময় ধরে চলা এ বৃষ্টির সময় হালকা ঝড়ো বাতাসও বয়ে যায়।

হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অনেকে। কাজের উদ্দেশে বের হওয়া অনেকে বৃষ্টিতে ভিজেছেন। বাধ্য হয়ে অনেককে ফিরতে হয়েছে বাড়িতে।  বৃষ্টিতে অনেক কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির বলেন, ‘রোববারের বৃষ্টি বোরো ধানের জন্য উপকারী।  আলু ও সরিষার আবাদ ইতোমধ্যে বেশিরভাগ কৃষক ঘরে তুলেছেন। যারা এখনও তুলতে পারেননি, তাদের কিছুটা ক্ষতি হবে। এই বৃষ্টিতে অনেক আমের মুকুল ঝড়ে পড়বে। ’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম