Logo
Logo
×

সারাদেশ

জমি নিয়ে মামা-ভাগিনার লড়াই, আহত ৫

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম

জমি নিয়ে মামা-ভাগিনার লড়াই, আহত ৫

সুনামগঞ্জের তাহিরপুরে জমির বায়নাপত্র ফিরিয়ে না দেওয়ায় ভাগিনাদের ওপর হামলা চালিয়েছে মামার পক্ষ। এতে আহত হয়েছে অন্তত পাঁচজন। শনিবার উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আসিক মিয়া, আকাশ মিয়া, একই গ্রামের আব্দুল আলীর ছেলে সাত্তার মিয়া, আক্কল আলীর ছেলে ফজলুল হক, টুনু মিয়ার ছেলে জাফর আলী। এর মধ্যে দুজন আহত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, শ্বশুর ফজর আলীর থেকে জমি কেনার জন্য বায়না করেন জামাতা কালা মিয়া।  কিন্তু জমির রেজিস্ট্রির আগেই মারা যান দুজনই।  ওই বায়নাপত্র ফিরিয়ে দিতে ফজর আলীর ছেলে মঞ্জুর আলী কালা মিয়ার পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করে। গত শুক্রবার উপজেলার বাদাঘাট বাজারে গেলে কালা মিয়ার ছেলে আসিক ও মিলনকে দোকান ঘরে আটকে রাখে মামা মঞ্জুর আলীর লোকজন। ওই সময় বায়নাপত্র ফিরিয়ে দিতে দুই ভাইকে ভয়ভীতি দেখানো হয়।

এ ঘটনা নিষ্পত্তির জন্য শনিবার মামা মঞ্জুর আলীর বাড়িতে গ্রাম্য শালিসের আয়োজন করা হয়।  আসিক ও তার পবিারের সদস্যরা মামার বাড়িতে গেলে মঞ্জুর আলী ও তার পরিবারের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। আসিকসহ পাঁচজনকে কুপিয়ে জখম করে তারা।  পরে গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত আসিক মিয়া বলেন, ‘আমার বাবা ও নানার মৃত্যুর পর বায়নাপত্র ফিরিয়ে দিতে মামা মঞ্জুর আলী আমাদের চাপ দিয়ে আসছে।  আমাদের একাধিকবার লাঞ্চিত করেছে। সবশেষ হত্যা চেষ্টা করেছে।’

অভিযোগের বিষয়ে জানতে মঞ্জুর আলী ও তার ছোট ভাই জিয়াউর রহমানের ব্যাক্তিগত মোবাইল ফোনে বারবার কল দেওয়া হলেও তারা তা রিসিভ করেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম