Logo
Logo
×

সারাদেশ

হত্যাচেষ্টার কল রেকর্ড ফাঁস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বহিষ্কার

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ পিএম

হত্যাচেষ্টার কল রেকর্ড ফাঁস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বহিষ্কার

রংপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ও সদস্য সচিবকে হত্যাচেষ্টার পরিকল্পনার কল রেকর্ডের সূত্র ধরে তানজিম আলম তাসিনকে বহিষ্কার করেছে সংগঠনটি। 

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক রিফাত হাসান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার আহবায়ক ইমরান আহমেদ ও সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিলকে হত্যাচেষ্টার পরিকল্পনা বিষয়ক একটি কল রেকর্ডের প্রেক্ষিতে জেলার সংগঠক তানজিম আলম তাসিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কার করার পর থেকে তানজিম আলম তাসিনের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক থাকবে না।

রংপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিল জানান, আমাদের একজন অন্যতম সংগঠনের সংগঠকের এ ধরনের পরিকল্পনায় আমরা আশ্চর্য হয়েছি। তবে আমরা দমে যাব না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও দায়িত্ব পালন করব। বিষয়টি নিয়ে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা আহবায়ক ইমরান আহমেদ জানান, আমরা বলার ভাষা হারিয়ে ফেলেছি। যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই বিপ্লবে অংশ নিয়েছি। অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বাংলাদেশ বিনির্মাণের জন্য রাত দিন পরিশ্রম করছি। ঠিক সেখানেই এ ধরনের পরিকল্পনা কিছুটা ভাবিয়ে তুলেছে। তবে সেটা ভুলে গেছি। সাংগঠনিকভাবে এর ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কেউ সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে এভাবেই ব্যবস্থা নেওয়া হবে। 

এ ব্যাপারে তানজিম আলম তাসিনের বক্তব্য জানতে বারবার মোবাইল ফোন এবং মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম