Logo
Logo
×

সারাদেশ

শাহরাস্তিতে শিক্ষক সমিতির মিলনমেলায় শিক্ষক কম, সভাপতির হুঁশিয়ারি

Icon

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ পিএম

শাহরাস্তিতে শিক্ষক সমিতির মিলনমেলায় শিক্ষক কম, সভাপতির হুঁশিয়ারি

চাঁদপুরের শাহরাস্তিতে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির অভিষেক ও মিলনমেলায় শিক্ষকদের উপস্থিতি কম হওয়ায় শিক্ষকদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শাহরাস্তি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি আবদুর রহিম। 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভোটার তালিকা অনুযায়ী অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

জানা গেছে, বেশ কিছুদিন ধরে উপজেলা পরিষদ মাঠে জমকালো আয়োজনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হলেও উপস্থিতি নিয়ে হতাশ হয়েছেন আয়োজকরা। নির্ধারিত আসনের অধিকাংশই ছিল ফাঁকা।

নবনির্বাচিত উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে শনিবার সকাল থেকে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ওই মিলনমেলায় শাহরাস্তি উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদরাসার প্রায় ৯০০ জন শিক্ষক কর্মচারী থাকলেও মিলন মেলায় উপস্থিত হয়েছেন হাতে-গোনা অল্প শিক্ষক।

জানা গেছে, ৩৪ বছর পর গত ১১ নভেম্বর প্রথমবারের মত মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তখন নির্বাচনে প্রায় ৬০০ মতো শিক্ষক কর্মচারী ভোট দিলেও আজকের মিলনমেলায় উপস্থিত হয়েছেন হাতে গোনা শিক্ষক। 

এতো কম শিক্ষক কর্মচারি উপস্থিত হওয়ার কারণ রাজনৈতিক ও কমিটির যোগাযোগের ঘাটতি এবং শিক্ষকদের ভেতর আলাদা আলাদা গ্রুপিং আছে বলে জানান কয়েকজন সিনিয়র শিক্ষক। 

তারা জানান, মিলনমেলায় মাধ্যমিক স্কুল-মাদরাসার পাশাপাশি উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তারা কেউ উপস্থিত হননি।

শিক্ষক উপস্থিতি কম থাকায় শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার বিশেষ অতিথির বক্তব্যে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষকদের মাঝে গ্রুপিং থাকাটা কাম্য নয়। বিশেষ অতিথি উপজেলা আইসিটি কর্মকর্তা শাহজাহান মিয়াও শিক্ষক মিলনমেলায় হতাশা প্রকাশ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম