Logo
Logo
×

সারাদেশ

স্ত্রীর ধর্ষণকারীকে খুন করলেন স্বামী

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম

স্ত্রীর ধর্ষণকারীকে খুন করলেন স্বামী

নেত্রকোনার কলমাকান্দায় রাজীব তালুকদার (৩৮) হত্যার ঘটনার রহস্য উদঘাটন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া রাজীবের বন্ধু দীপ ভৌমিকের (৩৫) স্ত্রীকে রাজীব একাধিকবার জোর করে ধর্ষণ করেন। প্রতিশোধ নিতেই দীপ তার বন্ধুকে কুপিয়ে হত্যা করেন। 

শনিবার সন্ধ্যায় দীপ আদালতে বিচারকে কাছে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

নিহত রাজীব তালুকদার উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউসারী গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে। আর দীপ ভৌমিক একই গ্রামের বাসিন্দা।

এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বড়খাপন ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গ্রামীণ সড়কের পাশ থেকে পুলিশ রাজীবের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। কিছুক্ষণ পর ঘটনায় জড়িত সন্দেহে দীপ ভৌমিককে আটক করা হয়। পরে নিহতের স্ত্রী মিনা রানী তালুকদার বাদী হয়ে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। 

শনিবার বিকালে দীপকে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নেত্রকোনা-৩ এ হাজির করা হয়। সেখানে বিচারকের কাছে তিনি নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন বলে জানান কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন। 

তিনি জানান, রাজীব তালুকদার এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তার নামে বিভিন্ন থানায় পাঁচটি চুরি ও মাদক মামলা রয়েছে। রাজীব বিবাহিত হলেও এলাকায় বিভিন্ন নারীদের প্রায় সময়ই উত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি দীপের স্ত্রীকে উত্যক্ত করাসহ একাধিকবার জোর করে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। 

ওসি ফিরোজ হোসেন জানান, আদালতের কাছে দীপ জানিয়েছেন তিনি পেশায় ফেরি করে বিভিন্ন স্থানে পণ্য বিক্রি করার সুবাদে বাড়িতে রাতে প্রায়ই অনুপস্থিত থাকতেন। এ সুযোগে রাজীব বেশ কয়েকবার তার স্ত্রীকে প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণ করেন। সপ্তাহখানেক আগে দীপ সুনামগঞ্জের মধ্যনগর এলাকায় মেলায় পণ্য বিক্রি করতে যান। ওই দিন রাতে বাড়িতে না ফেরায় রাজীব ওই গৃহবধূকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অতিষ্ঠ হয়ে বিষয়টি তার স্বামী দীপকে জানিয়ে দেন। ঘটনার প্রতিশোধ নিতে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে দীপ রাজীবকে ফোন করে বাড়ি থেকে বের করে নির্জন স্থানে নিয়ে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, আমরা অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, হত্যায় ব্যবহৃত ওই ছুরি, রাজীবের ব্যবহৃত স্মার্টফোনসহ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আদালতের নির্দেশে দীপ ভৌমিককে কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম