Logo
Logo
×

সারাদেশ

ভাই-বোনদের ওপর অভিমান করে তরুণীর আত্মহত্যা

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৫ পিএম

ভাই-বোনদের ওপর অভিমান করে তরুণীর আত্মহত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে ছোট ভাই-বোনদের ওপর অভিমান করে এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃতের নাম মিথিলা (১৭) আক্তার। সে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের জলিল ফকিরের মেয়ে। 

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জলিল ফকির তার মেয়ে মিথিলাকে বাডিতে রেখে বাইরে যান। এ সময় বাড়িতে মিথিলার সঙ্গে তার ছোট ভাই-বোনদের কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। 

এতে মিথিলা ভাই-বোনদের সঙ্গে অভিমান করে ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। এক পর্যায়ে সে ছটফট করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

তার অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালের চিকিৎসক মিথিলাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন রাত সাড়ে ১০টার দিকে মিথিলার মৃত্যু হয়। 

খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ লাশের সুরতহাল প্রস্তুত করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, জানায়, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম