Logo
Logo
×

সারাদেশ

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি উদাহরণ দেওয়ার মতো: ধর্ম উপদেষ্টা

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০০ পিএম

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি উদাহরণ দেওয়ার মতো: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি উদাহরণ দেওয়ার মতো মন্তব্য করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘এ দেশ আমাদের সবার, প্রত্যেকে এ দেশকে ভালোবাসবো। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো শত্রু আমাদের এ অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।’

শনিবার রাজশাহীর উত্তম মেষপালক ক্যাথেড্রাল চার্চে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, ‘মাঝে মাঝে কিছু চক্র, আমাদের সম্প্রীতি নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা মাঝে মধ্যে সমস্যা তৈরি করে। আমাদের এই ব্যাপারে সচেতন থাকতে হবে, যাতে আমাদের শতবছর ধরে যে প্রীতির বন্ধন বিরাজ করছে, এটাকে কেউ যেন বিনষ্ট করে না দেয়। কোনো দুর্বৃত্ত যদি কোনো উপাসনালয় অপবিত্র করতে চায়, আমরা তাদের কঠোর হস্তে দমন করবো।’

তিনি বলেন, ‘আমরা হানাহানিতে লিপ্ত হলে, এক শ্রেণির মানুষ ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ পাবে। আমাদের শান্তিপূর্ণভাবে বসবাস করার যে পরিবেশ পূর্বেই তৈরি হয়ে আছে, আগামী দিনে তা আরও বেগবান হবে।’

উপদেষ্টা বলেন, ‘একটি বাগানে যদি বিভিন্ন বর্ণের ও সুবাসের ফুল না থাকে সেটা কোনোদিন বাগান নামে পরিচিত হতে পারে না। এ দেশে নানা ধরনের মানুষ বাস করবে। এখানে মসজিদ থাকবে, মন্দির থাকবে, গির্জা থাকবে, প্যাগোডা থাকবে। বাংলাদেশের ৫৪ বছরের অভিযাত্রায় আমাদের যত অর্জন, সেই অর্জনের পেছনে বিভিন্ন ধর্মের মানুষের ভূমিকা এবং অবদান রয়েছে। এখানে বিশেষ কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায় নয়, বরং এদেশের উন্নয়ন, সমৃদ্ধি  এবং উন্নতির পিছনে সব ধর্মের মানুষের অবদান, ত্যাগ এবং তাদের কুরবানি রয়েছে।’

এ সময় উপদেষ্টা উত্তম মেষপালক ক্যাথেড্রাল চার্চের সেমেট্রি সংস্কারের জন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সেখানকার বিদ্যালয়ের হতদরিদ্র ও প্রান্তিক শিক্ষার্থীদের জন্য খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অনুদান সহায়তার প্রতিশ্রুতি দেন। 

সভায় রাজশাহী ক্যাথেড্রাল ধর্ম প্রদেশের ফাদার ফাবিয়ান মারান্ডী ভিকার জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জন গোমেজ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিরমল রোজারিও প্রমুখ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম